কুড়িগ্রামে করোনাভাইরাস সংক্রমণ সতর্কতায় দুবাই থেকে দেশে আসা এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৮ মার্চ দুবাই থেকে তিনি বাংলাদেশে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম ঐ ব্যক্তির খবর নিশ্চিত করেন।
তিনি জানান, দুবাই ফেরত ওই বাংলাদেশির শরীরে জ্বর কিংবা কোন করোনার লক্ষণ নেই। এখন পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তারপরও সতর্কতা হিসেবে আমরা তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি। ইতোমধ্যেই তার ৪দিন অতিবাহিত হয়েছে। আমরা তার সকল তথ্য ঢাকায় কন্ট্রোল রুমে প্রেরণ করেছি।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও ফ্যামিলি কাউন্সিলিং করা হয়েছে বলে জানা যায়। ওই ব্যক্তির ওপর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় পুরো জেলায় নজরদারি রাখা হচ্ছে। বিদেশ ফেরত কারও খোঁজ পেলে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে নজরদারি করা হচ্ছে। এছাড়াও সংক্রমণ মোকাবিলায় আমরা প্রতিটি উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছি।
বিডি প্রতিদিন/ফারজানা