বেনাপোল চেকপোস্ট দিয়ে আগামীকাল ১৩ই মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশসহ সকল বিদেশী পর্যটকদের ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। দেশটিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ সকাল ১১টায় বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্ম্মকর্তা আহসান হাবিব পেট্রাপোল ইমিগ্রেশন ওসির বরাত দিয়ে জানান, নিরাপত্তার স্বার্থে ভারত সরকার সকল বিদেশী পর্যটকদের ভারতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে বেনাপোলসহ দেশের সকল স্থল, বিমান, নৌ বন্দরসহ ট্রেন পথে আগামীকাল থকে ভারতে প্রবেশ বন্ধ হয়ে যাবে।
সকালে বেনাপোল চেকপোস্টে গিয়ে দেখা যায় আন্তর্জাতিক টার্মিনাল এবং নোম্যান্স ল্যান্ডে হাজারখানেক পাসপোর্ট যাত্রীর লম্বা লাইন। কথা হয় ঢাকার ব্যবসায়ী পাসপোর্ট যাত্রী আলী কাউসারের সঙ্গে। তিনি বলেন, স্বল্প সময় ও খরচে আমরা ভারতে দীর্দিঘন ধরে চিকিৎসা সেবা নিচ্ছি। হঠাৎ ভারত সরকারের এমন সিদ্ধান্তে আমরা বিপাকে পড়েছি।
বিডি প্রতিদিন/ফারজানা