খেলাধুলার জগতেও ব্যাপক প্রভাব ফেলেছে করোনাভাইরাস। করোনা আতঙ্কে বিশ্বব্যাপী বহু খেলার আসর পরিত্যক্ত হয়েছে অথবা পিছিয়ে দেওয়া হয়েছে। ফাঁকা গ্যালারিতে খেলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জনপ্রিয় টুর্নামেন্ট। তবে সরাসরি প্রথম সারির কোনো খেলোয়াড়ের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এতোদিন সামনে আসেনি।
এবার সেই আশঙ্কাজনক ঘটনার সাক্ষী হলো ক্রীড়াবিশ্ব। জুভেন্টাসের তারকা ফুটবলারের শরীরে মিলল করোনাভাইরাস। জুভেন্টাস তথা ইতালির তারকা ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে সে দেশের ফুটবলমহল।
ইতালির ফুটবল সংস্থা আগেই সিরি-এ ছাড়াও দেশের মাটিতে বাকি সব ধরনের টুর্নামেন্টের উপর স্থগিতাদেশ জারি করেছে। শুধু ফুটবলই নয়, ইতালিতে আপাতত বন্ধ সব রকমের খেলাধুলার আসর।
রুগানির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব প্রমাণিত হওয়ার পর নিয়ম মাফিক জুভেন্টাস কর্তৃপক্ষ তার সংস্পর্শে আসা সকলের দিকেই কড়া নজর রাখতে শুরু করেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম