একটি ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছে এমন হাজার হাজার ব্যক্তিকে ট্র্যাকিং করছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। বেশ কয়েকজন ব্যক্তি কভিড-১৯ নামের ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নূর হিশাম আব্দুল্লাহ বলেছেন, প্রায় ১০ হাজার মানুষ কুয়ালালামপুরে মসজিদের একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ব্রুনেইর এক লোকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এজন্য সেই অনুষ্ঠানে অংশ নেয়া নাগরিকদের খুঁজে বের করার চেষ্টা করছে মালয়েশিয়া। একই আয়োজনে অংশ নেয়া ৯৫ জন ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে সিঙ্গাপুর। ওই ৯৫ জন সিঙ্গাপুরের নাগরিক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মালয়েশিয়ায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সংক্রমণের শিকার ব্যক্তিকে লোকসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা