বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। সেখান থেকে এখন পর্যন্ত বিশ্বের ১২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্ব্যাপী ১ লাখ ২৪ হাজার ৯২৭ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৫৮৫ জন।
এবার করোনার থাবায় অফিস বন্ধ হলো মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের অফিস। জানা গেছে, সেখানের দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি তাদের নিউ ইয়র্ক সদর দফতর বন্ধ ঘোষণা করে। অফিস ভাইরাসমুক্ত করার জন্য পরিষ্কার অভিযানের অংশ হিসেবে বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিষ্ঠানটি দুইদিনের জন্য তাদের কর্মীদের অন্য কোথাও থেকে কাজ করতে বলে দিয়েছে।
সিবিএস নিউজ প্রেসিডেন্ট সুজান জিরিনস্কি তার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বলছেন, যারা করোনা ভাইরাসে আক্রান্ত দুই কর্মীর সংস্পর্শে এসেছিলেন, তাদের দুই সপ্তাহ সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ মুহূর্তে আমাদের ধারণা, সোমবার নাগাদ আবার আমরা এ অফিসে ফিরতে পারব। উল্লেখ্য, করোনা আতঙ্কে বিপর্যস্ত বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
বিডি-প্রতিদিন/শফিক