স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানাচ্ছি। আপনারা না আসলে আপনাদের স্বজনরাও শঙ্কামুক্ত থাকবেন। আর প্রবাসীদের স্বজনদের আহ্বান জানাবো তারা যাতে সংশ্লিষ্ট প্রবাসীদের দেশে না ফেরার অনুরোধ জানান। আর দেশে ফিরলে প্রবাসীরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকবেন বলে আশা প্রকাশ করছি।
আজ বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, করোনা প্রতিরোধে সবার সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, আমরা দুই মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছি এবং এ জন্য বাংলাদেশে তুলনামূলকভাবে করোনা পরিস্থিতি ভালো।
বিডি প্রতিদিন/ফারজানা