জামালপুরে কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত ভবনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০০ শয্যার এই হাসপাতালে এখন থেকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ও করোনা সন্দেহভাজন রোগীদের আইসোলেশনে রাখা হবে।
বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য নির্ধারিত একটি ভবন পরিদর্শন করেন জেলা প্রাশাসক ও সিভিল সার্জন। পরে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, সিভিল সার্জন ডা. গৌতম রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, অতিরিক্ত পুলিশ জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক জানান, জামালপুরে কোভিট-১৯ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে নির্মাণাধীন মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ভবনে রেখে চিকিৎসা দেয়ার জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। এখানে ১০০ জন রোগীকে রাখার জন্য সব ব্যবস্থা রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম