বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের একশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১ লাখ ১৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ৪ হাজার ২০০ জন।
করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গণে। সংক্রমণ এড়াতে অনেক ম্যাচই বাতিল করা হয়েছে। তবে এতকিছুর পরেও আজ ধর্মশালায় শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। করোনা প্রাদুর্ভাবের ছোবল থেকে বাঁচতে দুই দলের খেলোয়াড়দেরই স্বাস্থ্য মেনে চলতে বলা হয়েছে।
এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড করোনার সংক্রমণ থেকে বাঁচতে বলে থুতু দিয়ে ঘষা থেকে বিরত থাকতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করেছে। একইসঙ্গে কারও সঙ্গে হাত না মেলানো, অচেনা ব্যক্তিদের সংস্পর্শে না আসার নির্দেশনা দেয়া হয়েছে। এমনকি ভক্তদের সঙ্গেও সেলফি তোলা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এছাড়াও টিম হোটেলের বাইরে গিয়ে কোনো খাবার না খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন