চট্টগ্রামে ইতালি থেকে চার প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত রবিবার তারা ইতালি থেকে চট্টগ্রাম আসেন। ১৫ দিন তাদেরকে বাসায় থাকতে বলা হয়েছে। তাছাড়া ইতালি ফেরত এই সাতজনের ফোন নম্বর রাখা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘গত রবিবার ইতালি থেকে সাতজন চট্টগ্রামে আসেন। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমাদের সঙ্গে নিজ থেকেই যোগাযোগ করেছেন। আমরা তাদেরকে নিজ নিজ বাসায় (হোম) কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছি। অন্তত ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘সাতজনের মোবাইল নম্বর নেওয়া হয়েছে। তাছাড়া তাদের ফোন নম্বর সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকেও দেয়া হয়েছে। তারা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল