ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্য করোনাভাইরাস মোকাবেলায় দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। যার অর্থ স্কুলগুলোকে বন্ধ করে দেয়া ও বড় ধরনের ক্রীড়া ইভেন্ট বাতিল করা এবং লোকদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ প্রদান।
প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার একটি জরুরি কোবারা বৈঠকে সভাপতিত্ব করবেন এবং সেখানে তিনি ঘোষণা করতে পারেন যুক্তরাজ্য করোনা ভাইরাস মোকাবেলায় পরবর্তী ধাপে অগ্রসর হয়েছে।
সোমবার বরিস জনসন বলেন, ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এটির বিস্তার ঠেকাতে সব ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভাইরাসের বিস্তারকে ধীর করতে বিলম্ব পর্যায়ে যাওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। আর তাই আশা করা হচ্ছে, বৃটেন যে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে তা খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন বরিস জনসন।
বুধবার করোনাভাইরাসে আক্রান্ত আরও দু’জন মারা গেছেন। আর সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা আটজনে দাঁড়িয়েছে। আজ দুজন মারা যাওয়ার পরই দ্বিতীয় ধাপে যাবার খবরটি সামনে এল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন