করোনাভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভিসা বাতিল করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিরাও। তবে তাদের ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।
পাশাপাশি করোনাভাইরাসের কারণে সরাসরি ফ্লাইটে সৌদি আরব যেতে আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ কোনো ট্রানজিট ব্যবহার করা যাবে না। এছাড়া সৌদি যেতে কোনো স্বাস্থ্য সনদের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত ব্রিফিংয়ে আইইডিসিআর মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানিয়েছেন।
এছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হয়েছে। শরীরে করোনা লক্ষণ থাকলে ঘর থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা