করোনাভাইরাস ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডিজনিল্যান্ড বন্ধ করার সিদ্ধান্ত নিল ওয়াল্ট ডিজনি। ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডায় ডিজনি থিম পার্ক ও প্যারিসে ডিজনি রিসোর্ট এই সপ্তাহান্ত থেকেই বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।
শনিবার থেকে শুরু করে গোটা মাস ডিজনি ক্রুজ লাইন থেকে নতুন করে আর কোনও সফর হবে না।
বৃহস্পতিবার ওয়াল্ট ডিজনির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়। তবে ডিজনিল্যান্ডের হোটেলগুলো পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। এই নিয়ে ইতিহাসে চতুর্থবার বন্ধ করা হল ডিজনিল্যান্ড।
এর আগে ৯/১১ সালের হামলা, নর্থরিজের ভূমিকম্প এবং জন এফ কেনেডির হত্যার পরে জাতীয় শোক দিবস উপলক্ষে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয় ডিজনিল্যান্ড।
হংকং, সাংহাই এবং টোকিয়োতে ওয়াল্ট ডিজনির থিমপার্কগুলো অবশ্য চলতি বছরের শুরু থেকেই করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ রয়েছে। ডিজনিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও ঘটনা এখনও পর্যন্ত ধরা না পড়লেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম