করোনাভাইরাস ঠেকাতে পর্তুগালের সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর-জেনারেল ফর হেলথ গণসমাবেশ, পার্ক, সিনেমা হল, মার্কেট, খেলার মাঠ সহ জনবহুল জায়গায় অযথা ঘোরাফেরা না করার ব্যপারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।
করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে জুমার নামাজ স্থগিত করেছেন পর্তুগালের লিসবনে পর্তুগাল ইসলামিক সেন্টারসহ বাংলাদেশ ইসলামিক সেন্টার লিসবন ও পোর্তো বাংলাদেশ ইসলামিক সেন্টার।
বাংলাদেশ ইসলামিক সেন্টার লিসবন কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, করোনা ঠেকাতে জুমার নামাজ স্থগিত করা হয়েছে। একে প্রতিরোধের জন্য আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে এবং প্রবাসী সকল মুসলিম ভাইদের বাড়িতেই জুমার নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা