বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চারিদিকে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বিরাজ করছে। সবকিছু বিবেচনায় নিয়ে জনস্বার্থে মেট্র ওয়াশিংটন ঘোষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলের সভাপতি সাদেক খান।
বিবৃতিতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি সাপেক্ষে অনুষ্ঠানের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি কমিউনিটির সকল নেতাকর্মী সদস্যদেরকে নিরাপদে থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, মুজিব বর্ষের প্রথমদিন ১৭ মার্চ মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন পালনের মধ্য দিয়ে মুজিব বর্ষের কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা