ইতালির সেই ফ্লাইটের ১৪২ যাত্রী হজ্বক্যাম্পে কোয়ারেন্টাইনে যাচ্ছে। বিকালে আরও দুটি ফ্লাইট আসবে ইতালির। তাদেরকেও হজ্বক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
শনিবার এমিরেটস এয়ারলাইন্সের দুবাই-ঢাকা ৩টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে ইকে ৫৮২ প্রথম ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। ঢাকায় এসে পৌঁছায় ৮টা ১০ মিনিটে।
ইকে ৫৮৬ নামের দ্বিতীয় ফ্লাইটটি ছাড়বে সকাল সাড়ে ১০টায়, পৌঁছাবে বিকাল ৪টা ৫৫ মিনিটে।
ইকে ৫৮৪ নামের তৃতীয় ফ্লাইটটি ছাড়বে বিকাল ৪টা ৪৫মিনিটে।। পৌঁছাবে রাত ১১ টায়।
বিডি প্রতিদিন/কালাম