বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। এবার ভেনেজুয়েলায় দু'জনের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার এক ঘোষণা দিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, সোমবার থেকে দেশটির সব সরকারি ও বেসরকারি স্কুলের ক্লাস বন্ধ থাকবে।
এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ইউরোপ এবং কলম্বিয়া থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এক মাসের জন্য এসব ফ্লাইট বাতিল থাকবে। বৃহস্পতিবার টেলিভিশনের দেয়া এক ভাষণে করোনাভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এক বিবৃতিতে রোদ্রিগেজ বলেন, আজ দু'জনের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে একজন সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছেন। তার বয়স ৪১ বছর। অপরজন সম্প্রতি স্পেনে সফর করেছেন।
সম্প্রতি স্পেন থেকে আসা আরও দু'জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র: আল জাজিরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ