প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইরানের বিপ্লবী গার্ডসের জ্যেষ্ঠ কমান্ডার নাসের শাবানির মৃত্যু হয়েছে। খবর আল-আরাবির।
প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের বিপ্লবী গার্ডসের জ্যেষ্ঠ কমান্ডার নাসের শাবানির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই ভাইরাসে বিপ্লবী গার্ডসের পাঁচ সদস্যের মৃত্যু হল। আর সরকারি কর্মকর্তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। শুক্রবার পর্যন্ত করোনায় ইরানে ৫১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১১ হাজার ৩৬৪ জন।
বিডি প্রতিদিন/কালাম