দ্বিতীয় সর্বোচ্চ করোনা ভাইরাসে আক্রান্ত দেশ ইতালি থেকে বাংলাদেশে ফেরা ১৪২ যাত্রীর শরীরে জ্বর নেই বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা শনিবার সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
উল্লেখ্য, শনিবার সকালে ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরেটসের ইকে ৫৮২ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এসব বাংলাদেশি। তাদেরকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম