বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এছাড়া আইসোলেশনে আছেন ১৬ জন। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।
আজ মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইসিডিআর) এসব তথ্য জানিয়েছে।
বাংলাদেশে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৭ জনের। গতকাল সোমবার আইসিডিআরে গিয়ে সরাসরি সেবা গ্রহণ করেছেন ২০ জন।
বিডি প্রতিদিন/ফারজানা