চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। কভিড-১৯ করোনাভাইরাসে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩, ৩৫,০০০। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪১ জনের। এদিকে, করোনা প্রতিরোধে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিচ্ছে বিশ্বের শক্তিশালী দেশগুলো। দ্রুত রোগ নির্ধারণ করা সম্ভব, এমন একটি নতুন পরীক্ষা পদ্ধতিকে অনুমোদন করেছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ বিভাগ (এফডিএ)। কোন ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত কিনা তা ৪৫ মিনিটেই জানা যাবে। আগামী সপ্তাহ থেকে এই পরীক্ষা পদ্ধতি প্রয়োগ শুরু করা হবে।
এফডিএ'র দাবি, দ্রুত রোগ নির্ধারণ করা যায় এমন পদ্ধতির সন্ধান পাওয়া গিয়েছে। ক্যালিফর্নিয়ার একটি সংস্থা নতুন পরীক্ষা পদ্ধতি বাজারে এনেছে বলে দাবি।
সংস্থাটির মুখ্য স্বাস্থ্য ও প্রযুক্তি আধিকারিক ডেভিড পার্সিং বলেছেন, হাসপাতালগুলোতে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার কিটের চাহিদা বাড়ছে। দ্রুত রোগ নির্ধারণে করে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করতে চাইছেন চিকিৎসকেরা। নতুন পরীক্ষা পদ্ধতি এই কাজে সহায়ক হবে।
তার দাবি, নতুন পরীক্ষা পদ্ধতি রোগীদের সুস্থ করে তুলতে অনেক সহায়ক হবে এবং কোভিড-১৯ রোগের চিকিৎসার জন্য যে চাপ বাড়ছে, তা অনেকটাই সামাল দেওয়া যাবে।
উল্লেখ্য, নভেল করোনাভাইরাস সংক্রমণ নির্ধারণে এখন এক থেকে চার দিন সময় লাগে। এর ফলে সংক্রমণ রুখতে এবং চিকিৎসা শুরু করতে অনেকটাই দেরি হচ্ছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ওয়াসিফ