ভোলায় এই প্রথমবারের মত এক যুবককে করোনা সন্দেহে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, মঙ্গলবার সকালে ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশনে ওই যুবককে ভর্তি করা হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
ওই যুবক দৌলতখানের স্থানীয় বাসিন্দা। তিনি কয়েক দিন আগে ঢাকা থেকে আসা তার এক বন্ধুর সাথে ঘোরাফেরা করেছিলেন বলে জানা গেছে।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে ভোলায় মোট ৩২২ জন বিদেশ থেকে আসা প্রবাসীকে ভোলার বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছে বলে ভোলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
তারা আরো জানিয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে থেকে ৬০ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। অপরদিকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় নির্দেশ ভঙ্গ করায় ভোলা জেলায় গতরাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভারত থেকে আসা ২ জনকে ৪০ হাজার টাকা জরিমান করেন।
বিডি প্রতিদিন/হিমেল