কভিড-১৯ করোনাভাইরাসের কারণে চলছে অঘোষিত লকডাউন। এতে প্রায় অচল রাজশাহী। আর এই অচলাবস্থায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিনমজুররা। তাদের পাশে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন মেয়র, জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও রাজশাহী কলেজের শিক্ষকরা। রাজশাহী জেলা ও নগরে প্রায় এক লাখ পরিবার পাবেন এই খাদ্য সহায়তা।
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক জানিয়েছেন, রাজশাহী জেলার নয়টি উপজেলার সবগুলো ইউনিয়নের বিপরীতে দুই মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডের বিপরীতে ৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার থেকে চাল বিতরণ শুরু হয়েছে। মানুষ যাতে খাদ্যের অভাবে না ভোগে সে জন্য সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে খাদ্য সহায়তা আরও বাড়ানো হবে।
করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা নিম্নআয়ের ২০ হাজার পরিবারকে চাল ও ডাল দেবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রতি পরিবারকে ১০ কেজি চাল ও ৫০০ গ্রাম ডাল দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকে নগর ভবনে চাল ও ডাল প্যাকেট করে প্রস্তুত এবং ৩০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার ওয়ার্ড কার্যলয় থেকে এসব চাল-ডাল বিতরণ শুরু হয়েছে।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীবাসীকে নিরাপদ রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই সংকটময় পরিস্থিতিতে নগরবাসীর পাশে আমরা সব সময় আছি। আর্থিক সংকটে অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে চাল-ডাল বিতরণ করা হচ্ছে।
মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মসুর ডাল মোট ৪০০ জন রিকশাচালক ও সাধারণ পথচারী মাঝে বিতরণ করা হয়। রবিবারও রিকশাচালকদের মাঝে এসব বিতরণ করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
নগরীর হরিজন পল্লীতে বসবাসকারীদের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন রাজশাহী কলেজের শিক্ষকরা। অধ্যক্ষ হবিবুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ফারজানা