৮ এপ্রিল, ২০২০ ১৫:৫১

পাথরঘাটায় দুজন আইসোলেশনে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় দুজন আইসোলেশনে

প্রতীকী ছবি

করোনাভাইরাস সন্দেহে বরগুনার পাথরঘাটা উপজেলায় দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে রাখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন চট্টগ্রাম থেকে অন্যজন ঢাকার নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা  মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে একজন নারী ও একজন পুরুষকে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন চট্টগ্রাম থেকে অন্যজন ঢাকার নারায়ণগঞ্জ থেকে এসেছেন। দুজনকেই আমরা নিবির পর্যবেক্ষণে রেখেছি। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে, আজকালের মধ্যেই পাঠানো হবে। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, দুজন এলাকায় আসায় আমরা তাৎক্ষণিক আইসোলেশনে রেখেছি। যাতে করে এলাকায় আতঙ্ক না ছড়ায়।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর