পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন পালন করেছে শতাধিক কর্মহীন পরিবার। মুখে কালো কাপড় বেঁধে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় মহাসড়কে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, দেশে অঘোষিত লকডাউনের আজ প্রায় ১৪/১৫ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু আমরা ত্রাণ না পেয়ে বাধ্য হয়ে মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ তিনি যেন আমাদের ত্রাণের ব্যবস্থা করেন। তা না হলে আমাদের না খেয়ে মরতে হবে।
পরে পঞ্চগড় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক এসে সাধারণ দুস্থ মানুষদের আশ্বস্ত করে বলেন আপনারা বাসায় ফিরে যান। সরকার অবশ্যই আপনাদের ত্রাণের ব্যবস্থা করবে।
বিডি-প্রতিদিন/শফিক