৮ এপ্রিল, ২০২০ ১৮:০২

করোনা উপসর্গ নিয়ে তাবলিগ ফেরত বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

করোনা উপসর্গ নিয়ে তাবলিগ ফেরত বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে তাবলিক ফেরত বজলুর রহমান হাওলাদারের (৭০) মৃত্যু হয়েছে। 

বুধবার ভোররাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মাদুলিহারানিয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

মৃত বজলুর রহমানের জামাতা মিলন জানান, তার শ্বশুর গত ২৬ মার্চ ৪ মাস ধরে দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাবলিগ জামাত থেকে বাড়িতে ফিরে আসেন। তিনি গত কয়েকদিন ধরে হালকা জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। পরে আজ ভোররাতে মারা যান তিনি।
 
নাজিরপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনার টেস্ট করতে প্রেরণ করা এবং উক্ত এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে। 

জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনার টেস্ট করতে প্রেরণ করার ব্যবস্থা চলছে।


বিডি-প্রদিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর