৮ এপ্রিল, ২০২০ ১৯:০৯

মাস্ক না পড়লেই গ্রেফতার, সংক্রমণ ঠেকাতে মুম্বাইয়ে কড়া সিদ্ধান্ত!

অনলাইন ডেস্ক

মাস্ক না পড়লেই গ্রেফতার, সংক্রমণ ঠেকাতে মুম্বাইয়ে কড়া সিদ্ধান্ত!

ফাইল ছবি

রাস্তায় বের হলেই বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে। না হলে গ্রেফতার করবে পুলিশ। পাল্লা দিয়ে বাড়া সংক্রমণ ঠেকাতে এমন সিদ্ধান্তই নিল মুম্বাই মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ।

তাদের নির্দেশিকা অনুযায়ী, জনসমক্ষে কোনও সভা করলে, অফিস-বাজারে গেলে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।

মুম্বাই শহরের মিউনিসিপ্যাল কমিশনার প্রবীণ পরদেশির বলেন. ওষুধের দোকানে যে মাস্কগুলো পাওয়া যাবে তাই ব্যবহার করা হবে। এমনকি ঘরে তৈরি মাস্কও ধুয়ে পরা যাবে। কিন্তু মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া চলবে না। 

এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও এ দিন মাস্ক পরে রাস্তায় বের হওয়ার জন্য অনুরোধ করেন মুম্বাইবাসীদের।

মুম্বাই এবং তার শহরতলিতে অন্তত ২ কোটি মানুষ থাকেন। এর মধ্যেই সেখানে প্রায় ৭৮২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৫০ জন। আক্রান্তের মধ্যে রয়েছে বহু ধারাবি বস্তির বাসিন্দা। গোটা দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এসব খতিয়ে দেখেই মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করছে মুম্বাই।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর