করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জে। মৃত ব্যক্তি বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন তিনি।
জানা যায়, নিহত নুরুল ইসলাম (৭৫) বন্দরের চিতাশাল এলাকার বাসিন্দা। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত তার জ্বর, সর্দি ও কাশি ছিল। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের ভাতিজা বাপ্পি জানান, দুই বছর যাবত তিনি নানা রোগে ভুগছিলেন। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল। কিন্ত বুধবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে তিনি মারা যান। তিনি আরও জানান, লাশ এখনও হাসপাতালে রয়েছে এবং করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক