করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নাটোরে একদিনে সর্বোচ্চ ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার ওই ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এই ২৬ জনের মধ্যে নাটোর সদরে ১০ জন, সিংড়ায় ৭ জন, লালপুরে ৫ জন এবং বড়াইগ্রাম উপজেলায় ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নতুন এই ২৬ জনের নমুনা সংগ্রহের সত্যতা নিশ্চিত করে নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, গত এক সপ্তাহে জেলায় ইতিমধ্যে মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। এর মধ্যে ২১ জনের দেহে করোনার উপস্থিতি না পাওয়া গেলেও ১২ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এদিকে নতুন ৩ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৮ জন।
বিডি প্রতিদিন/আল আমীন