নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ঢাকা কেরানীগঞ্জ থেকে আসা ফজলুল হক (৫৩) বছর বয়সের একজনকে আইসোলোশনে ভর্তি করা হয়েছে। তার বাড়ি সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের মজিরখিল গ্রামে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান জানান, করোনা উপসর্গ নিয়ে আসা ব্যক্তিটি ঢাকা কেরানীগঞ্জ থেকে এসেছেন। প্রাথমিকভাবে তার শরীরে করোনার উপসর্গ রয়েছে। তাই তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আমরা তার নমুনা সংগ্রহ করে আগামীকাল চট্টগ্রামে পাঠাবো। সে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে সে করোনা আক্রান্ত কিনা।
এ বিষয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম মজুমদার জানান, সম্প্রতি ফজলুল হক ঢাকার কেরানীগঞ্জ থেকে সেনবাগে তার নিজ গ্রামের বাড়িতে এসে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাই মজুমদার বাড়িসহ ওই গ্রামের ২২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ