কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের স্বামীর করোনা শনাক্ত হয়েছে। তিনিও পেশায় একজন চিকিৎসক। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ কথা নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন আরও জানান, এ ঘটনায় ওই নারী চিকিৎসকের শরীরের করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালের ১৪ চিকিৎসক ও স্টাফকে হাসপাতালের কোয়াটারেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার