চীনের সীমানা পেরিয়ে ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। এর বিষাক্ত ছোবলে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় গোটা বিশ্ব যেন অসহায় হয়ে পড়েছে এই করোনাভাইরাসের কাছে।
এমন অবস্থায় করোনা সংক্রমণ থেকে বাঁচাতে দেশের নাগরিকদের মাস্ক দিচ্ছে তুরস্ক ও জাপান। লকডাউনের মধ্যে একেবারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে দেশ দু’টির সরকার ও প্রশাসন।
ভূমধ্যসাগরের তীরবর্তী মুসলিম দেশ তুরস্কের বাজারে মাস্ক কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। বদলে সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে কোটি কোটি মুখবন্ধনী। বিশ বছরের বেশি এবং ৬৫ বছরের কম বয়সী প্রত্যেক নাগরিক প্রতি সপ্তাহে ঘরে বসেই পাঁচটি করে মাস্ক পাচ্ছেন।
জাপানেও বিনামূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশের প্রতিটি বাড়ির ঠিকানায় ডাকযোগে দু’টি করে কাপড়ের তৈরি মাস্ক পাঠানো হবে।
করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা হিসেবে মাস্ক ব্যবহারের উপদেশ সরকার শুরু থেকে দিয়ে গেলেও মাস্কের ঘাটতির ফলে নাগরিকেরা এখন আর এগুলো কেনার সুযোগ পাচ্ছেন না।
সূত্র: আনাদোলু এজেন্সি ও এনএইচকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ