বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এর বিষাক্ত ছোবলে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
এদিকে, করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু স্ট্যানলি চেরা। রবিবার চেরার একজন ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চেরা ট্রাম্পের প্রেসিডেন্ট ইনক ও ট্রাম্প ভিক্টরিকে ৪ লাখ ২ হাজার ৮শ মার্কিন ডলার দিয়েছেন বলে জানিয়েছে আমেরিকার ফেডারেল নির্বাচন কমিশন।
গত ২৪ মার্চ চেরাকে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাম্প তার এক বন্ধু করোনা আক্রান্ত হয়ে কোমায় আছেন বলেও জানান সেসময়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ