যত দিন যাচ্ছে, আমেরিকায় ততিই ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই করোনা ইস্যু নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। এবার করোনা পরবর্তী সময় নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বিখ্যাত মার্কিন চিকিৎসক অ্যান্থনি ফউসিকে বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার এক টুইট বার্তায় ফউসিকে বরখাস্তের কথা জানান ট্রাম্প।
১৯৮৪ সাল থেকে ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজ এর পরিচালক এবং সম্প্রতি করোনার টাস্ক ফোর্সে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ফউসি।
ট্রাম্পের হয়ে টুইট বার্তাটি লেখেন রিপাবলিকান ডিআন্না লরিন। যেখানে লেখা আছে “ফাউসি এখন বলছে যে ট্রাম্প যদি আগে চিকিৎসকদের কথা শুনতেন তবে অনেক প্রাণ বাঁচাতে পারতেন। তবে এর আগে ফেব্রুয়ারির ২৯ তারিখে ফউসি বলেছিলেন ভয়ের কোনও কারণ নেই, যুক্তরাষ্ট্রের জন্য করোনা কোনও হুমকি নয়” টুইটের শেষে লরিন লেখেন হ্যাশট্যাগ টাইম টু ফায়ার ফউসি।
এর আগে চলতি মাসের প্রথমে ইন্টিলিজেন্স কমিউনিটি ইন্সপেক্টর জেনারেল মাইকেল অ্যাটকিনসনকে বহিষ্কার করেন ট্রাম্প।
করোনা নিয়ে সপ্তাহখানেক আগে ফউসি জানান, করোনা পরবর্তী সময়ে স্বাভাবিক জীবন ধারা ব্যাহত হবে। জীবন আর সঠিক প্রবাহে নাও চলতে পারে। করোনার আগের সেই বিশ্ব পরিস্থিতি আর ফেরানো সম্ভব না বলে হুঁশিয়ারি জানান তিনি।
এছাড়া ফউসি বলেন ট্রাম্প যদি আগেই ব্যবস্থা নিতেন তবে করোনায় মৃত্যুর সংখ্যা অনেক কম হতো।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এরই মধ্যে করোনাভাইরাসে আমেরিকায় মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৬০ হাজার ৪ শতাধিক মানুষ। মৃত্যু হয়েছে ২২ হাজার ১১৫ জনের।
বিডি প্রতিদিন/কালাম