শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে একই পরিবারের তিনজন ও জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের একজনসহ মোট চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে আইইডিসিআর-এর রিপোর্ট পেয়ে বিষয়টি নিশ্চিত করে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
এর আগে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণার পর পালিয়ে গ্রামের বাড়ি মাদারীপুরের যায়। কিন্ত ওই এলাকাবাসী তাদের বাড়িতে প্রবেশ করতে নিষেধ করে পাঠিয়ে দেয়। পরে শশুরবাড়ি শরীয়তপুর সদর উপজেলায় কাশিপুরে চলে আসে। এর একদিন পর বিষয়টি জানাজানি হলে নমুনা পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ। পরে রিপোর্টে করোনা শনাক্ত হওয়ায় সোমবার রাত ৭টার দিকে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, এই প্রথম জেলায় নমুনা সংগ্রহের পর চারজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এরা একজন জাজিরা উপজেলার ও অন্য তিনজন সদর উপজেলার। এই চারজন রোগী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে পালিয়ে এসেছে। এরপর নমুনা সংগ্রহ করে পাঠানো হয় আইইডিসিআরে। সোমবার ১৪ জনের ফলাফলে একই পরিবারের তিনজন'সহ মোট চারজনের করোনার সংক্রমণ মিললো। তাদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক