নড়াইলের লোহাগড়া উপজেলার পারছাতড়া গ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। ওই গ্রামের ২৫ বছরের এক যুবকের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন। এ ঘটনার পরই পারছাতড়া গ্রাম লকডাউন ঘোষণা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন বলেন, নড়াইলে এ পর্যন্ত ২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। আর ছয়জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এই ১৭ জনের মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তার পরীক্ষা খুলনায় সম্পন্ন হয়েছে এবং সোমবার সন্ধ্যায় মৌখিকভাবে রিপোর্ট জানতে পেরেছি।
জানা গেছে, বর্তমানে ঐ যুবককে তার নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন সূত্র বলছে, করোনাভাইরাসে আক্রান্ত যুবক সপ্তাহখানেক আগে নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসেন। এরপর তার মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়।
বিডি-প্রতিদিন/শফিক