পর্তুগালে একদিনেই কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ প্রবাসী বাংলাদেশি। পর্তুগালের রাজধানী লিসবনের বাঙ্গালি অধ্যুষিত মাতৃমনিজ এলাকার রুয়া দো বেনফরমোসোতে গতকাল সোমবার ৭ প্রবাসী বাংলাদেশির কভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন। এখন পর্যন্ত মোট ১৪ জনের শরীরে কভিড-১৯ পজিটিভ বলে নিশ্চিত করেছেন লিসবনের স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও ১৩ জনের নমুনা নেওয়া হয়েছে পরীক্ষার জন্য। আক্রান্তদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক।
এদিকে লিসবন দূতাবাসের তৃতীয় সচিব ও দূতাবাস প্রধান আবদুল্লা আল রাজি জানান, এমন পরিস্থিতিতে আতঙ্ক নয় সচেতনতা বৃদ্ধি করতে হবে কমিউনিটির মাঝে। পর্তুগালের প্রবাসী বাংলাদেশিদের জরুরি খাদ্য সহায়তা দেওয়া হবে। কারও আবাসনের অসুবিধা হলে বাংলাদেশ দূতাবাসের সাথে কভিড-১৯ সংক্রান্ত হটলাইন ৯২০ ৫২৬ ৫৬৩ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা