করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির তথ্য পোপন করায় মাইজদীর প্রাইম হসপিটালকে লকডাউন ঘোষণা করেছে নোয়াখালী জেলা সিভিল সার্জন। প্রতিষ্ঠানটি জীবানুমুক্ত করে সকল চিকিৎসক, নার্স, কর্মচারীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার রাতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান। তিনি আরও জানান, রাত ১২টা থেকে এ সিন্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ১৪ দিন এ হসপিটাল লকডাউন থাকবে।
জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫), করোনায় আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালে ভর্তি হয়ে ৫০৪ নম্বর রুমে চিকিৎসাধীন ছিলেন। পরে ৯ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিন্ত প্রাইম হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রবাসীর স্বজনেরা তথ্য গোপন করায় ওই হসপিটালকে জনগণের সার্বিক নিরাপত্তা এবং রোগীদের নিরাপত্তার স্বার্থে লকডাউন ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা