কোভিড-১৯ করোনাভাইরাস তাণ্ডবে বিশ্বে এখন পর্যন্ত দেড় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ। সারা বিশ্বের ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই মহামারী। পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামে এই ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এরই মধ্যে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ৫ হাজার।
বেলজিয়ামের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩১৩ জন। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫,১৬৩ জনে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার দেশ বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩৬ হাজার ১০০ ছাড়িয়েছে। কভিড-১৯ এ মৃত্যুহারে ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় বেলজিয়াম সামনের কাতারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিডি-প্রতিদিন/শফিক