করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে নিজ বাড়িতে ফেরার তিন দিন পর একব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে তিনি মারা যান।
রবিবার সকালে শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিল কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান নড়াইলের সিভিল সার্জন ডা. আবদুল মোমেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম জানান, নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া চোরখালি গ্রামের ওই ব্যক্তি ঢাকার চাকরি করতেন। তিনি করোনা উপসর্গ নিয়ে তিন দিন আগে বাড়িতে আসেন।বাড়িতে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা