৩১ মে, ২০২০ ১৭:৩৪

রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার ভোরে হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে তার মৃত্যু হয়। এই রোগী করোনা পজিটিভ ছিলেন কী না তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মৃত বৃদ্ধার নাম নুরপুন্নি বেগম। তার বয়স ৭০ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। সকালে তার মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃতের নাতি মুকুল হোসেন জানান, দু’দিন আগে হঠাৎ তার নানীর শরীরে জ্বর আসে। এরপর শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়া তার রক্তচাপ কমে যায়। অবস্থা বেগতিক দেখে শনিবার বেলা ১১টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে রাজশাহী মিশন হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ফের রামেক হাসপাতালের করোনা ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়। এ সময় তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু আইসিইউতে নেওয়ার আগেই ভোরে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনার উপসর্গ থাকায় মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নমুনা পরীক্ষা করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর