দিনাজপুরে মনজুর রহমান নামে আরও একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা জেলায় ২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনার ফলাফলে আরও ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় শতকরা ৩৪ জন আক্রান্ত। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১৭৮ জন। এর মধ্যে পুরুষ ৮৭১ জন, নারী ২৬৪ জন ও শিশু ৪৩ জন রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জনসহ জেলায় সুস্থ হলেন ৭০১ জন।
এদিকে, করোনায় আক্রান্ত ১১৭৮ জনের মধ্যে ৭০১ জন সুস্থ ও ২৩ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগী ৪৫৪ জন।
এইসব নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, শনিবার দিবাগত রাত ৮টায় মনজুর রহমান দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীর নিজ বাড়িতে মারা যান। মারা যাওয়ার পরেই স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা তার জানাযা শেষে রাত ১ টায় দাফনকার্য সম্পন্ন করেন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ১৪জন, পার্বতীপুরে নয়জন, ঘোড়াঘাটে তিনজন, চিরিরবন্দরে চারজন, বীরগঞ্জে একজন ও বিরলে একজন করোনায় শনাক্ত হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে ৪২৯জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৬জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ২০জন।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানাইজার আনোয়ার হোসেন জানান, শহরের উত্তর বালুবাড়ীর মনজুর রহমান (৬৯) করোনা উপসর্গ নিয়ে ১৬ জুলাই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওইদিনই তার নমুনা নেয়া হয় এবং ১৭ জুলাই করোনা পজিটিভ আসে। একটু সুস্থ হলে ১৮ জুলাই সে বাড়িতে চলে আসে। পরে ১৮ জুলাই রাতেই বাড়িতে সে মারা যায়। মারা যাওয়ার খবরে আশে পাশের প্রতিবেশীরা দরজা জানালা ভয়ে বন্ধ করে দেয়। কোন প্রতিবেশী বা আত্মীয় কেউ এগিয়ে আসেনি। কয়েকজন এলেও ভাইরাসের ভয়ে কাছে যায়নি। তার বাড়ির সামনের ফাকা জায়গায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা জানাজা করে রাত ১টায় শেখ জাহাঙ্গীর কবর স্থানে লাশ দাফন করা হয়।
এদিকে, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ আরও জানান, শনিবার রাতে প্রাপ্ত তথ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ল্যাব থেকে ৯৩জনের নমুনার ফলাফলে নতুন ৩২জনের করোনা পজিটিভ, আর ১টি ফলোআপ পজিটিভ এবং বাকি ৬০টি নেগেটিভ এসেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ