জ্বর, সর্দি, কাশির মতো একাধিক উপসর্গকে করোনাভাইরাস সংক্রমণের ইঙ্গিত হিসাবে চিহ্নিত করেছে মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি। করোনা সংক্রমণের ইঙ্গিত হিসাবে মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসির তালিকায় মোট ১২টি উপসর্গ জায়গা করে নিয়েছে।
সম্প্রতি সিডিসির একটি সমীক্ষায় জানা গিয়েছে, প্রায় ৯৬ শতাংশ করোনা রোগীর মধ্যেই প্রধানত তিনটি উপসর্গ লক্ষ্য করা যায়। এগুলি হল জ্বর, সর্দি আর শ্বাসকষ্ট।
জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত চলা এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪৫ শতাংশ করোনা আক্রান্তের মধ্যে জ্বর, সর্দি আর শ্বাসকষ্ট- এই তিন রকম সমস্যা একই সঙ্গে লক্ষ্য করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। সমীক্ষায় অংশগ্রহণকারী ৮০ শতাংশ করোনা আক্রান্তের প্রাথমিক উপসর্গ হিসাবে ঘন ঘন শুকনো কাশি হওয়ার প্রবনতা লক্ষ্য করেছেন মার্কিন বিশেষজ্ঞরা।
সিডিসির বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, শরীরে ভাইরাস প্রবেশের ১০ থেকে ১৪ দিনের মাথায় করোনা আক্রান্তদের জ্বর আসে। এই আক্রান্তদের শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে এবং জ্বর তিন দিনের বেশি সময় পর্যন্ত স্থায়ী হয়।
জ্বর, কাশির পাশাপাশি নাক থেকে ক্রমাগত জল গড়ানো, সারাক্ষণ বমি বমি ভাব এবং ডায়রিয়ার মতো অত্যন্ত সাধারণ লক্ষণও এ বার মার্কিন স্বাস্থ্য সংস্থার করোনার উপসর্গের তালিকায় জায়গা করে নিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা