কুমিল্লার মনোহরগঞ্জে চিকিৎসকসহ আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৫ জনে দাঁড়ালো। এখানে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ১১১ জন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রবিবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত ১২টি নমুনার রিপোর্টে ৭ জনের পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে, খিলা ইউনিয়নের ৩ জন, হাসনাবাদ ইউনিয়নের ২ জন ও মৈশাতুয়া ইউনিয়নের ১ জন। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম একজন সদস্য করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. রায়হান রাশেদ জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৫৭টি, রিপোর্ট এসেছে ৮৪৮টি। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৫ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ৯টি।
বিডি প্রতিদিন/আল আমীন