গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করে আরো ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০০ জনে।
রবিবার রাতে আসা প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, রবিবার আসা নতুন করোনা প্রতিবেদনে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন এবং দামুড়হুদা উপজেলার ৫ জনের করোনা শনাক্ত দেখানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় গ্রামে ৩ জন, আকন্দবাড়ীয়ার ১, পৌর এলাকার মুসলিমপাড়ার ১ জন, মুক্তিপাড়ার ১ জন, বড়বাজার এলাকার ৫ জন, বাগানপাড়ার ১ জন, পোস্ট অফিসপাড়ার ১ জন, এতিমখানা পাড়ার ১ জন, কলেজপাড়া ২ জন, শেখপাড়ার ১ জন, ফার্মপাড়ার ১ জন, ইমার্জেন্সি রোডের ১ জন, সদর হাসপাতালের ১ জন, গুলশানপাড়ার ৩ জন আছেন। এছাড়া আলমডাঙ্গার বেলগাছি গ্রামের ১ জন ও বাবুপাড়ার ২ জন এবং দামুড়হুদার কেরু এলাকার ১ জন, দর্শনা ইসলাম বাজারের ৩ জন, দর্শনা দক্ষিণ চাঁদপুরের ১ জন আছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন