রংপুরে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়াচ্ছে তরুণরা। তরুণদের ফ্রিস্টাইলে চলাফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। পাশাপাশি উৎকণ্ঠায় রয়েছে স্বাস্থ্য বিভাগ।
মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও তা মানছে না ৯৫ শতাংশ তরুণ। এ বিষয়ে প্রশাসনের নজরদারি জোরদার করার দাবি জানান অভিভাবকরা।
এদিকে রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বৃহস্পতিবার নীলফামারীতে সরকারি কাজে গেলে তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এক স্থানে দাঁড়ালাম সেখানে একশজনের মধ্যে মাত্র তিন জনের মুখে মাস্ক দেখলাম। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি ভায়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।
রংপুর সিভিল সার্জনের তথ্যমতে, করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪১ জন। বুধবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রতিদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে গড়ে ৩০ থেকে ৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, তুলনামূলক বয়স্করা কিছুটা স্বাস্থ্যবিধি মানলেও তরুণদে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। অধিকাংশ তরুণ মাস্ক ছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় দল বেধে আড্ডা দিচ্ছে। এক সাথে তিন থেকে চারজন মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে। নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, সেন্টাল রোড, সাতমাথা, মর্ডান মোড়সহ বিভিন্ন মোড়ের চায়ের দোকানগুলো সন্ধ্যা হলেও তরুণ ও যুবকদের পদচারণায় মুখর হয়ে উঠছে। এসব তরুণ স্বাস্থ্যবিধি মানছে না। এমনকি মুখে মাস্ক পড়ছে না।
করোনা দুর্য়োগে তরুণদের এ ধরেন চলাফেরায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কামলাকাছনার অভিভাবক সামছুল হুদা, মজনু মিয়া, মকসুদ হোসেনসহ অনেকেই অভিযোগ করলেন, ছেলেরা যেভাবে চলাফেরা করছে, এতে রংপুরে করোনা সংক্রমণের হার বাড়বে বই কমবে না। তাদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা না হলে খুব কম সময়ে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে। তাদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার জন্য প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করার আহ্বান জানান তারা।
বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. সুলতান আহমেদ বলেন, বাজারে গেলে মনে হয় দেশে করোনা নেই। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। মাস্ক পরা বাধ্যতামূলক করতে না পারলে সংক্রমণের হার বেড়ে যাবে।
তিনি তরুণদে উদ্দেশ্যে বলেন, বেপরোয়া চলাফেরার কারণে তরুণরা আক্রান্ত হলে সংক্রমণ অভিভাবকদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের নিরাপত্তার জন্য হলেও তরুণদে মাস্ক পরা উচিত।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ