২৩ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৫৭

যুক্তরাষ্ট্রে ২ লাখ ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে ২ লাখ ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা

প্রতীকী ছবি

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। আজ সকালে ওয়ার্ল্ডমিটার থেকে থেকে এ তথ্য জানা যায়। সেখানে দেওয়া আছে এ পর্যন্ত ২ লাখ ৫ হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৬.৮ মিলিয়নেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।  

নর্থ ডাকোটা এবং উটাহ অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ার পর যুক্তরাষ্ট্র মৃত্যুর এই মাইলফলক স্পর্শ করেছে।  

মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, যদি মৃত্যের সংখ্যা ১ লাখ থেকে ২ লাখের মধ্যে থাকে তবে দেশ ‘ভাল অবস্থানে’ আছে। গত মাসে, করোনায় ১৫ জনের মৃত্যু হওয়ার খবর শুনে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, দুইদিনের মধ্যে মৃতের সংখ্যা শূন্যের কৌটায় নেমে আসার।  তবে ট্রাম্পের কথা ভুল প্রমাণিত করে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।  

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর