বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। তারা হলেন- টিএমএসএস মেডিকেল কলেজ হাপতাালে সোমবার বগুড়া সদরের মাটিডালী এলাকার আব্দুল গফ্ফার (৬৫) ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল করেজ হাসপাতালে গাবতলী উপজেলার মোকাম্মেল হক (৭৫)।
এ নিয়ে সরকারী হিসেবে করোনায় মৃতের সংখ্যা ২৪৭ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৭ জন।
এসব তথ্য জানিয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৮টি নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনার জীবানু পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার