গত ২৪ ঘণ্টায় (রবিবার) সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এতে নিয়ে বিশ্বজুড়ে ২৬ লাখ ছাড়াল এই ভাইরাসে প্রাণহানির সংখ্যা।
কিছুদিন দেড় হাজারের ওপর দৈনিক মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে রবিবার মারা গেছে ৭০৫ জন। এ নিয়ে শুধু মার্কিন মুলুকেই মোট প্রাণহানি ৫ লাখ ৩৮ হাজারের কাছাকাছি। দিনের সর্বোচ্চ ১১শ’র মতো মৃত্যু দেখেছে ব্রাজিল; শনাক্তও হয়েছে ৮০ হাজারের ওপর। লাতিন আমেরিকার এই দেশে মোট মৃত্যু দু’লাখ ৬৫ হাজারের ওপর।
রবিবার ৭৮০ জনের মৃত্যু রেকর্ড করেছে মেক্সিকো। এছাড়া, রাশিয়ায় ৩৬৮, ইতালিতে ২০৭ ও ভারতে মারা গেছে ৯৯ জন।
এদিন নতুন করে তিন লাখ ৬২ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস। মোট সংক্রমিত ১১ কোটি ৭৪ লাখের ওপর।
বিডি প্রতিদিন/কালাম