নারায়ণগঞ্জে আবারো ব্যাপক হারে প্রাণঘাতি করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগের ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
২৫ মার্চ বুধবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো করোনা পরিসংখ্যানে এমন তথ্য জানানো হয়েছে।
গত ১৫ দিনে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৫ মার্চ ৮৮ জন, ২৪ মার্চ ৮২ জন, ২৩ মার্চ ২৪ জন, ২২ মার্চ ৫৫ জন, ২১ মার্চ ৪৩ জন, ২০ মার্চ ৩২ জন, ১৯ মার্চ ৪৪ জন, ১৮ মার্চ ১৭ জন, ১৭ মার্চ ৩৫ জন, ১৬ মার্চ ১৬ জন, ১৫ মার্চ ৪০ জন, ১৪ মার্চ ৩২ জন, ১৩ মার্চ ১৩ জন, ১২ মার্চ ২৩ জন, ১১ মার্চ ২৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। অর্থাৎ গত ১৫ দিনের আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৭২ জন।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে, নারায়ণগঞ্জ জেলায় ২৪ ঘন্টায় ৩৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৮ জনের। জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২ হাজার ৮৮৪ জনের। যার মধ্যে ৯৫৬৭ জনের করোনা পজিটিভ। ১৬৬ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৮৮৬৩ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার