আমেরিকান সংস্থা ফাইজার-বায়োএনটেক ১২ বছরের কম বয়সী শিশুদের ওপর করোনার টিকা পরীক্ষা করা শুরু করেছে। গত বুধবার প্রথম পর্যায়ের পরীক্ষার জন্যে স্বেচ্ছাসেবীদের প্রথম টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাইজারের মুখপাত্র শ্যারন কাস্টিলো। খবর নিউইয়র্ক পোস্ট এর।
তিনি বলেন, ফাইজার ১২ থেকে ১৫ বছর বয়সের শিশুদের মধ্যে এই টিকা পরীক্ষা করছে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে এই ট্রায়ালের আশানুরূপ রিপোর্ট পাওয়া যাবে বলেও জানায় ফাইজার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত সপ্তাহে মডার্নাও এই জাতীয় একটি পরীক্ষাও শুরু করেছে, এটি একটি পেডিয়াট্রিক ট্রায়াল যা ৬ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে করোনারোধী হিসেবে কাজ করবে। বর্তমানে শুধুমাত্র ফাইজার বায়োএনটেক টিকাটি মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬ এবং ১৭-বছরের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক